পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর অনুমোদিত একটি এম.আর.আর ডিলারের বিরুদ্ধে দূর্ণীতির অভিযোগ তুলে রেশন না গ্রহণ করার সিদ্ধান্ত গ্রামবাসীদের একাংশের। ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে চৌরাস্তায় রীতিমত মাইক বাজিয়ে দিনভর প্রচার চলল এই ঘোষণা। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার দিওড় এলাকায়। এমনিতেই লকডাউনের জেরে এলাকায় মানুষজনের কাজ কর্ম তেমন নেই।
যা সঞ্চয় আছে সেই শেষ সম্বলটুকু দিয়ে রেশনে খাদ্য সামগ্রীর পাশাপাধি কেরসিন তেল নিতে এসেও তাদের ঠকতে হচ্ছে বলে স্থানিওদের তরফে অভিযোগ তুলে রেশন দোকান বয়কট করার ডাক দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুমারগঞ্জ থানার পুলিশ। এলাকায় ছড়ায় উত্তেজনা। সূত্রের খবর, ওই রেশন দোকানের বিরুদ্ধে তদন্তে নামতে চলেছে খাদ্য দফতর। অভিযোগ প্রমানিত হলে কড়া ব্যবস্থ্যার হুশিয়ারী।যদিও যে রেশন দোকানের বিরুধে অভিযোগ তার মালিকের দাবি তিনি সরকারি নির্দেশ মতই কাজ করেছেন। পাশাপাশি ব্যাক্তিগত শত্রুতার জেরে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে।