নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর:-বর্তমান লকডাউন পরিস্থিতিতে ভিন রাজ্যে আটকে পড়েছে এ রাজ্যের বহু পরিযায়ী শ্রমিক, আর এই পরিস্থিতিতে এক দিকে যেমন চিন্তিত রয়েছে পরিযায়ী শ্রমিক থেকে শ্রমিকদের পরিবার পরিজন, ফলে এক দিকে যেমন টান পড়েছে পেটের, অপর দিকে টান হয়েছে পরিবার-পরিজনদের নিয়ে, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায় ভিন রাজ্যে আটকে থাকা এসব শ্রমিকদের সরকারি খরচে রাজ্যে ফেরাতে হবে, এছাড়াও তিন মাসের ইলেক্ট্রিক বিল মুকুব করতে হবে রাজ্য সরকারকে, এমনই একাধিক দাবি-দাওয়া নিয়ে বর্তমান স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী সমদূরত্ব বজায় রেখে বিক্ষোভ দেখাল সিপিআইএম, এখানেই শেষ নয় কার্যত সমদূরত্ব বজায় রেখে মিছিল করল সিপিএম নেতৃত্ব।