May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

অর্ধনির্মিত হয়ে পড়ে আছে রেলের আন্ডারপাস, ভুক্তভূগী সাধারন মানুষ

নিজেস্ব প্রতিনিধি, অর্ধনির্মিত হয়ে পড়ে আছে রেলের আন্ডারপাস। অল্প বৃষ্টিতেই জল জমে বন্ধ হয়ে যাচ্ছে বাইপাস দিয়ে চলাচলের রাস্তা। তৈরি হয়নি লিংক রোড। এর জেরে সমস্যায় সংলগ্ন এলাকার গ্রামের মানুষরা। জনপ্রতিনিধি থেকে শুরু করে রেল দপ্তরের বিভিন্ন কর্মকর্তাকে নিয়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর ও কুমেদপুর রেল স্টেশনের মাঝে রেলের একটি আন্ডারপাস কে ঘিরে। এই নিয়ে ক্ষোভ জমছে এলাকাবাসীদের মধ্যে। বছর খানেক আগে নির্মাণ করা হয়েছিল এই আন্ডারপাশটি। কিন্তু মূল রাস্তার সঙ্গে এখনও তৈরি হয়নি লিংক রোড। পাশাপাশি আন্ডারপাসে নিচে রাস্তাটি ও কাচা কাছে রয়ে গেছে।
এলাকার বাসিন্দা আজিজুর রহমান জানান, এ নিয়ে কন্টাকটার থেকে শুরু করে রেলের বহু আধিকারিকের কাছে আবেদন করা হলেও কোন কাজ হয়নি। এর ফলে রাঘবপুর ধনি পাড়া সাদলি চক মালিয়ার প্রভৃতি এলাকার মানুষদের যাতায়াতের নিয়ে চরম অসুবিধায় পড়ছে।
এলাকার আরেক বাসিন্দা তারিকুল ইসলাম জানান এই আন্ডারপাস দিয়ে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল বারদুয়ারী হাই স্কুল সহ পাঁচটি স্কুলের ছাত্র ছাত্রীরা যাওয়া-আসা করে। কিন্তু বছরের অধিকাংশ সময় এই আন্ডারপাস বেহাল হয়ে থাকে। ফলে সেই সময় যাওয়া আসা করা যায় না। যদিও এ প্রসঙ্গে রেল দপ্তর এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কিছু মন্তব্য করতে চাননি বলেই জানা গিয়েছে।