অর্জুনের ভার্চুয়াল ডেটের অভিনব পন্থা থেকে কত টাকা জোগাড় হল তহবিলে তা অভিনেতা নিজেই জানালেন। তিনি জানালেন, আগামী ১ মাসের জন্য ৩০০ দুস্থ পরিবারকে খাওয়ানো যাবে। সূত্রের খবর, কিছুদিন আগে বলিউড অভিনেতা জানিয়েছিলেন করোনা মোকাবিলায় ত্রাণ তহবিলে টাকা দিলেই তাঁর সঙ্গে ভার্চুয়াল ডেটে যাওয়া যাবে। আর সেই তহবিলে দেওয়া অনুদান সোজাসুজি দুস্থদের পেট ভরানোর কাজে লাগানো হবে। সর্বপরি, যাঁরা অনুদান দেবেন, সেরকম ৫ জনকে লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রতিশ্রুতিমতো করলেনও তাই অর্জুন কাপুর। সম্প্রতি, সেই ভার্চুয়াল ডেটের এক ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এবং একজন বিজেতাকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “করোনা ভাইরাস এমন সংকটজনক পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে যে আমাদের চারপাশের দিন আনি দিন খাই মানুষগুলোকে নিদারুন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। সে আপনার প্রিয় চাটওয়ালা ভাই-ই হোক কিংবা ধোপা, কুলি, রিকশাচালক, ড্রাইভার-এঁরা সবাই সংকটের মধ্যে রয়েছে। আর এই তহবিলের টাকা তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই ব্যয় হবে।” উল্লেখ্য, ৫ জন বিজেতার থেকে সবমিলিয়ে তাঁদের তহবিলে ৫ লক্ষ টাকা উঠেছে, বলে জানিয়েছেন অর্জুন।