মধুমিতা দাস, উত্তর ২৪ পরগণা (বনগাঁ) : লকডাউন দীর্ঘমেয়াদী হওয়ায় সবথেকে বেশি সমস্যায় পড়ছে দিন আনা দিন মজুররা। এবার সেই নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিতে উদ্যোগ নিল বনগাঁ শিমূলতলা রাধা গোবিন্দ সেবা কুঞ্জ। মন্দিরের ট্রাস্টি কমিটির সদস্যদের উদ্যোগে বনগাঁর বিভিন্ন প্রান্তের অভুক্ত মানুষের কথা ভেবে কমিউনিটি কিচেন সেন্টার করে প্রায় দেড়হাজার মানুষের হাতে খাবার তুলে দেওয়া হল। উদ্যোক্তাদের মধ্যে পুরোভাগে থাকা বনগাঁর চেয়ারম্যান শংকর আঢ্যর কথায়, এখন থেকে প্রতিদিনই অভুক্ত মানুষের জন্য এই রান্না করা খাবার বিতরণের প্রক্রিয়া চলবে।