September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অভুক্ত গবাদি পশুদের খাবার যোগালেন বালুরঘাটের পুলিশকর্মীরা

লকডাউনের কারণে শুধুমাত্র জনসাধারণেরই নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাই নয়, সবকিছু বন্ধ থাকার জন্য ফাঁপরে পরেছে অবলা গবাদিপশুরাও। সেরকমই অভুক্ত অবস্থায় রয়েছে বালুরঘাট শহরের গবাদিপশুরা। আর এই সংকটজনক অবস্থায় বালুরঘাট শহরের গবাদি পশুগুলির পাশে দাঁড়াল পুলিশ। রবিবার সকালে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে পুলিশের পক্ষ থেকে গবাদিপশুদের ঘাস খাওয়ানো হয়। এরপর শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গবাদিপশুদের খুঁজে তাদেরও চারাঘাস খাওয়ান পুলিশকর্মীরা। উর্দিধারীদের এই মানবিক কর্মসূচীতে খুশি এলাকার বাসিন্দারাও।