June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অভিনেতা টম হ্যাংকসকে চিঠি খুদে করোনা’র

অভিনেতা টম হ্যাংকসকে চিঠি লিখলেন খুদে করোনা। জানা গিয়েছে, পুরো নাম করোনা দে ভ্রিয়েস। বয়স মাত্র আট বছর। সে অভিনেতাকে জিজ্ঞাসা করেছে তিনি এবং তাঁর স্ত্রী কেমন আছেন। অস্ট্রেলিয়ার এই খুদে ভক্তের থেকে চিঠি পেয়ে আপ্লুত টম হ্যাংকস। নিজের চিঠিতে আরও অনেক কথা লিখেছে সে জানিয়েছে, “তার নাম ‘করোনা’। বন্ধুরাও তাকে ওই নামেই ডাকত এতদিন। কিন্তু এখন সেদিন আর নেই। স্কুলে তাঁকে ‘করোনা ভাইরাস’ বলে ডাকে বন্ধুরা। খুব রাগ হয় তাঁর। খারাপও লাগে।” খুদে ভক্তের এমন কথা পড়ে বোধহয় মনে মনে সস্নেহে হেসেছিলেন প্রৌঢ় অভিনেতা। করোনাকে পালটা চিঠিতে তিনি সম্ভাষণ করেন, ‘প্রিয় বন্ধু করোনা’। তারপর লেখেন, ‘তোমার চিঠি পেয়ে আমি আর আমার স্ত্রী আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ বন্ধু।’ খুদে ভক্তকে এই চিঠির পাশাপাশি একটি টাইপরাইটারও উপহার দেন তিনি। বলেন, ‘আমার মনে হয় এই টাইপরাইটার তোমার ভাল লাগবে।’ উল্লেখ্য, টম হ্যাংকস এবং স্ত্রী রিটা উইলসনের শরীরে নোভেল করোনা ভাইরাস বাসা বাঁধার খবর প্রকাশ্যে এসেছিল। একটি ছবির কাজের জন্য অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে গিয়েছিলেন সস্ত্রীক টম হ্যাংকস। তারপরই করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি সুস্থই আছেন। দেশে ফিরে এসেছেন তিনি।