হু হু করে জেলায় বাড়ছে করোনা সংক্রমণ। এরমধ্যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এ এই সংখ্যাটা ছাড়িয়েছে দশে। আতঙ্কে রয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকাবাসী। রাজস্থান থেকে পরিযায়ী শ্রমিকের দল হরিশ্চন্দ্রপুর ঢুকতেই একের পর এক করোনা সংক্রমনের খবর আসতে শুরু করে হরিশ্চন্দ্রপুর এর বিভিন্ন অঞ্চল থেকে। এরইমধ্যে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় হরিয়ানা ও দিল্লির নাম্বার প্লেটের দুটি অটো, ৪ টি উবের গাড়ি লক্ষ্য করা যায়। এই গাড়ি গুলিতে ২০ থেকে ২৫ জন বাইরে শ্রমিক যাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন গ্রামে তারা প্রবেশ করতে শুরু করে।
এলাকাবাসীর প্রশ্ন কি ভাবে বিনা অনুমতিতে এরা ভিন রাজ্যের বর্ডার পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলো। এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে হরিশ্চন্দ্রপুর এলাকায়। এদিন হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় চারটি উবের এর গাড়ি লক্ষ্য করা যায় যার নম্বর প্লেট দিল্লির অন্য দিকে দুটি অটো দেখা যায় যার নম্বর প্লেট দিল্লি এলাকা। এলাকা চেকিংয়ে ধুলো দিয়ে পুলিশের নজর এড়িয়ে হরিশ্চন্দ্রপুর এ প্রবেশ করলো তা নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে।