করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লাগু হয়েছে লকডাউন। আর লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে গিয়েছিলো বক্রেশ্বর সতীপীঠের মন্দির। রীতি মেনে প্রত্যেকদিন পুজো হলেও সাধারণের জন্য বন্ধ ছিল মন্দিরের দরজা। লকডাউন একটু শিথিল হতেই সোমবার থেকে খুললো বক্কেশ্বর সতীপীঠের দরজা। সাধারণ মানুষ আজ থেকে এই মন্দিরে পুজো দিতে আসতে পারবেন, যদিও তার জন্য রাখা হয়েছে বেশ কিছু নিয়ম। 5 জনের বেশি একসাথে মন্দিরে প্রবেশ করতে পারবেন না মন্দিরে। ঢোকার আগে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে মন্দিরের ভেতরেও।
এ বিষয়ে বক্রেশ্বর মন্দির কমিটির সদস্য দেব নাথ মুখার্জী জানান, দীর্ঘ দুই মাস কুড়ি দিন পর আর বক্রেশ্বর মন্দির খুলে গেল। এতে সকলেই আনন্দিত। সরকারি সমস্ত রকম বিধি-নিষেধ মেনে আমরা মন্দির খুলেছি। আজ যে ভিড় হচ্ছে সেটা মূলত স্থানীয় মানুষের ভিড়