January 15, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী

গত বছর নভেম্বর মাসে দ্বিতীয় সন্তানের মা হন শুভশ্রী। রাজের ঘর আলো করে আসে কন্যা ইয়ালিনি। তবে মা হওয়ার মাস দুয়েকের মধ্যেই শুটিংয়ে ফিরেছেন। তাও আবার আউটডোরে গিয়েছিলেন উত্তরবঙ্গে। হাজার হলেও মায়ের মন। সন্তানদের ছেড়ে শুটিং করতে গিয়ে তিনি যে বেশ মিস করেছেন, ইনস্টা পোস্টে আগেভাগেই বলে জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এখন কাজের ফাঁকে ছেলেমেয়েদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন শুভশ্রী ও রাজ।

কেমন দেখতে রাজ-শুভশ্রীকন্যা ইয়ালিনি কে, অনুরাগীদের মধ্য়ে আগ্রহ ছিল বহুদিন ধরেই। অবশেষে মেয়েকে প্রকাশ্যে আনলেন শুভশ্রী। সোশাল মিডিয়ায় দিলেন মেয়ের ছবি। সম্প্রতি সেই ইয়ালিনিরই ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। তবে এবারও মুখ দেখালেন না। বরং প্রকাশ্যে এল ইয়ালিনির ঝুটির ছবি।