December 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অবশেষে মিলল ন্যায়, ৭ বছর পর ফাঁসি নির্ভয়া দোষীদের

টানা ৭ বছরের লড়াই। ন্যায় মিলল অবশেষে। শুক্রবার ভর ৫.৩০টায় ফাঁসিতে ঝলানো হল নির্ভয়া কাণ্ডে ৪ দোষীদের। এর আগে একাধিকবার আইনি জটিলতায় পিছিয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করার পক্রিয়া। কিন্তু এবার আর কনও রকম সুযোগ দেওয়া হয়নি দোষীদের পক্ষের আইনজীবীকে।

২০১২-র ১৬ ডিসেম্বর যে নৃশংস অত্যাচার হয়েছিল নির্ভয়ার উপর, তার উপযুক্ত ন্যায়বিধান হয়েছে বলে এদিন জানালেন নির্ভয়ার মা। যিনি এই দীর্ঘ ৭ বছর মেয়ের জন্য লড়াই চালিয়ে গিয়েছেন দেশের আইনি ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রেখে ও নিজের মনোবল না ভেঙে লড়াই চালিয়েছেন। এদিন ৪ দোষীর ফাঁসি কার্যকর হওয়ার পর অকাল উৎসবে মাতল রাজধানী দিল্লি সহ গোটা দেশ।