January 19, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

অবশেষে বাংলায় বসন্ত এসে গেছে, ঝলমলে আবহাওয়ার পূর্বাভাস হাওয়া অফিসের

মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বসন্তের ছোঁয়া রাজ্যজুরে। চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রূকুটি থাকলেও আপাতত তা থেকে নিস্তার দিয়েছেন প্রকৃতিদেবী। শনিবার সকাল থেকেই ঝলমলে রোদ শহর কলকাতায়। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গেও থাকবে হাল্কা থেকে মাঝারি বায়ুপ্রবাহ। তবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিয়ন্ত্রণে থাবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা তাই ঘাম সংক্রান্ত অস্বস্তিতে পরবেননা রাজ্যবাসী। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।