দেশে যে হারে করোনা থাবা বসাচ্ছে তাতে ভয়ে কাঁপছে গোটা দেশবাসী | কিছুদিন আগে শোনা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড গায়িকা কনিকা কাপুর | কিন্তু এবার তার রিপোর্ট নেগেটিভ আসে | এর আগে পর পর, চারবার নমুনা পরীক্ষা করা হলে প্রত্যেকবারই রিপোর্ট পজিটিভ এসেছে | কিন্তু পাঁচ বারের বার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে | তবে এখনই হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন না বলেই জানা গেছে | বর্তমানে তিনি লখনৌএর পিজিআই হাসপাতালে ভর্তি রয়েছেন | জানা গিয়েছে, আরও একবার তার করোনা পরীক্ষা করা হবে | সেই রিপোর্ট নেগেটিভ এলেই তবেই হাসপাতাল থেকে ছাড়া হবে গায়িকা কনিকা কাপুরকে | গত 9 মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন গায়িকা কনিকা কাপুর | তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন | তিনি টুইট করে জানান, তিনি করোনা ভাইরাস এ আক্রান্ত হয়েছেন | তবে সূত্রের খবর, বিদেশ থেকে ফিরে তিনি আইসোলেশনে না থেকে, হোলির পার্টিতে যোগ দেন বলে অভিযোগ ওঠে | এরপর তিনি লখনৌএর পিজিআই হাসপাতালে ভর্তি হন | এরপর দীর্ঘ কয়েক দিন হাসপাতালে থাকার পর, শনিবার তার নমুনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে | অবশেষে শেষবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলে, তিনি হাসপাতাল থেকে ছুটি পাবেন বলে জানা গিয়েছে |