প্রতীক্ষার অবসান | অবশেষে কলকাতার নটি আসন বিশিষ্ট বিমান পরিষেবা চালু হচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে | রাজ্য কেন্দ্রের তালবাহানার জন্য বারবার শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল এই বিমান পরিষেবা । তবে এ বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিমানবন্দর পরিদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক |
তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের ওড়ান প্রকল্পের আওতায় কোচবিহার থেকে কলকাতা 9 আসন বিশিষ্ট ইন্ডিয়া ওয়ান এয়ার বিমান চলাচল করবে | তবে কিছু কারণবশত বিমান পরিষেবা ১৫ তারিখের পরিবর্তে আগামী একুশে ফেব্রুয়ারি থেকে চলবে বলে জানা যায় | এদিন সকাল সাড়ে বারোটা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এই বিমান রওনা দেবে কোচবিহারের উদ্দেশ্যে ।
More Stories
চলতি সপ্তাহেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
ফের নিম্নচাপ বঙ্গে
ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান