July 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অবশেষে ঘোষিত হল সিবিএসই বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষার সূচী


বিশ্ব মহামারী করোনা ভাইরাসের জেরে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সিবিএসই বোর্ডের দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষা। এবার সেখান থেকে কিছুটা ছন্দে ফেরানো হল বিদ্যালয় পড়ুয়াদের। সিবিএসই বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়, দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষা গুলি আগামী ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে।

ইতিমধ্যেই সোমবার সিবিএসই বোর্ডের তরফ থেকে পরীক্ষার সূচি ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। পরীক্ষার সূচি ঘোষনার পরই পড়াশোনার দিক থেকে বেশ কিছুটা ছন্দে ফিরেছে পড়ুয়ারা। ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে পরীক্ষা।

পরীক্ষার সূচি ঘোষণার পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয় নয়া গাইডলাইন। তাতে জানানো হয় এডমিট কার্ডের পাশাপাশি পেন পেন্সিল এই সবের সাথে বাধ্যতামূলক ভাবে রাখতেই হবে হ্যান্ড স্যানিটাইজার। এমনকি পরীক্ষাকেন্দ্রে মাস্ক পড়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন কেন্দ্র। সামাজিক দূরত্ব বজায় রেখে স্কুল গুলিকে সিট নির্ধারণ করার কথা জানিয়েছেন সিবিএসই বোর্ড।