September 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অপেক্ষায় অবসান, আগামী ১২ মে থেকে চালু হবে রেল পরিষেবা


করোনা ভাইরাসের জেরে লকডাউন গোটা দেশ। তার জেরে দীর্ঘ ৫১ দিন বন্ধ ছিল রেল পরিষেবা। এবার সেই অপেক্ষার অবসান ঘটবে। আগামী ১২ই মে থেকে রেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। গত ২৫ মার্চ থেকে শুরু করে প্রায় ৫০ দিন ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত রেল পরিষেবা। এবার তারই মধ্যে স্বস্তির খবর শোনালো ভারতীয় রেল।

আগামী ১২ মে থেকে প্রথম দফায় চালানো হবে ১৫ জোড়া ট্রেন। এরপর দফায় দফায় বাড়বে ট্রেনের সংখ্যা। সোমবার বিকেল পাঁচটা থেকে যাএীরা আগাম টিকিট বুকিং করতে পারবেন আইআরসিটি-র মাধ্যমে। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় আটকে পড়েছে বহু পরিযায়ী শ্রমিক। এবার রেল পরিষেবা চালু হলে অনেকটা স্বস্তি মিলবে তাদের।

জানা গিয়েছে, রাজধানী দিল্লি থেকে ট্রেনগুলো ছাড়া হবে। অসম, বিহার, ছত্তিশগড়, বাংলা, গুজরাত, কর্নাটক, মহারাষ্ট্র, রাঁচি, ভুবনেশ্বর, তেলেঙ্গানা, হাওড়া, ডিব্রুগড়, আগরতলা,পাটনা সহ বিভিন্ন জায়গায় যাত্রীদের পৌঁছে দেওয়া হবে। আবার যাত্রী নিয়ে ট্রেনগুলি ফিরবে দিল্লিতেই।