September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অনুব্রত কন্যা সহ 6 জনের হাইকোর্টে হাজিরা নির্দেশ প্রত্যাহার

মিলল সামরিক স্বস্তি | অনুব্রত কন্যা সহ 6 জনের হাইকোর্টে হাজিরা নির্দেশ প্রত্যাহার করা হয়েছে | তার সঙ্গে টেট পরীক্ষার সার্টিফিকেট ও পেশ করার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে |

প্রসঙ্গত টেট দুর্নীতিতে জড়িয়ে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল | মামলাকারীর আইনজীবী এই মর্মে আদালতে একটি অতিরিক্ত হলফনামা জমা দেন | কিন্তু সেই হলফনামা যথোপযুক্ত নয় | সেই কারণে বিচারপতি হলফনামাটি বাতিল করে, হাজিরার নির্দেশ খারিজ করে দেন সূত্রের খবর |

অন্যদিকে জানা যাচ্ছে, টেট পাসই করেনি অনুব্রত মেয়ে সুকন্যা মন্ডল । অথচ বোলপুর কালিকাপুর প্রাথমিক বিদ্যালয় তিনি চাকরি পেয়ে গিয়েছেন এবং বাড়িতে বসেই বেতন পেতেন সুকন্যা মন্ডল । স্কুলে গিয়ে কোন ক্লাস করাতেন না তিনি | এমনটাই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে | তিনি যার ভিত্তিতে বেতন পেতেন সেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ |