July 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত জানাল বিসিসিআই

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশ্যে ভাষনে লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেন। আগামী 3 মে পর্যন্ত চলবে দেশজুড়ে লকডাউন, প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই অনির্দিষ্টকালের জন্য আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিসিসিআই। আর বুধবার সেই খবরে শীল মোহর দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দেশের এমন পরিস্থিতিতে কোনো ভাবেই টুর্নামেন্ট করা যাবে না বলেই জানা যায়। কিন্তু এই পরিস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্ট পিছিয়ে গেলেও শীতকালে কি এই টুর্নামেন্ট হতে পারে সেই নেই প্রশ্ন উঠলে সঠিক কোন তথ্য জানা যায়নি।

এই মহামারী জেরে আইপিএল না হলে প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হবে বিসিসিআই-এর। তাই এই ক্ষতির কথা চিন্তা করেই শীতকালে টুর্নামেন্ট করার চিন্তাভাবনা কি করছে বিসিসিআই এই প্রশ্ন উঠলে স্পষ্টভাবেই কিছুই জানা যায় না। কিন্তু সূত্রের খবর, এক কর্তা জানান, দর্শকশূন্য মাঠে আইপিএল করা কখনও সম্ভব নয়। তাই দেশবাসীর সুরক্ষার কথা চিন্তা করেই আপাতত এখন কোনো ভাবেই আইপিএলে কথা চিন্তা করছে না তারা। তবে শীতকালে আইপিএল আয়োজন করলে বেশ কিছুটা সমস্যা রয়েছে বলে জানা যায়। কারণ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ হওয়ার কথা। তারপর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা জানিয়েছে আইসিসি। তারপরে হয়েছে ভারত অস্ট্রেলিয়া সিরিজ। পরপর এতগুলো টুর্নামেন্ট থাকায় সেই সময় আইপিএল আয়োজন করা যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত করে এখন কিছুই জানানো যাচ্ছে না। তাই এই সব মিলিয়ে আইপিএলের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হচ্ছে।