October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

অজানা পতঙ্গে পঙ্গপালের আতঙ্ক খড়্গপুরে

অজানা পতঙ্গ পঙ্গপাল কি না এই নিয়ে অতঙ্কে রয়েছে এলাকাবাসী। পশ্চিম মেদীনিপুর খড্গপুর থানার অন্তগর্ত সারসা গ্রামে অজানা একধরনের পতঙ্গ ঝাকে ঝাকে দেখা গেছে।এলাকাবাসী পতঙ্গগুলো পঙ্গপাল কী না তা নিয়ে সংশয় রয়েছে।তাই তারা বন দপ্তর ও জেলা পরিষদের কৃষি কর্ম‍্যাধক্ষ‍্যকে জানানো পর,তিনি এই স্হান পরিদর্শন করেন।এই পতঙ্গ গুলো পঙ্গপাল কী না তা পরে জানাবে?এই ব‍্যাপার এলাকায় মানুষ জন আতঙ্কে রয়েছে।