কথায় বলে বিন্দু বিন্দু সিন্ধু হয়। করোনা ভাইরাসের মারণ সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে চলা লক ডাউনে প্রবল অসুবিধায় পরা সমাজের আর্থিক দুর্বল মানুষদের পাশে দারাচ্ছেন বহু মানুষ ও সমাজসেবী সংগঠন। কিন্তু সুধু আর্থিক সক্ষম ব্যক্তিরাই নন, করোনা মোকাবিলায় অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছেন সমাজের সব স্তরের মানুষরাই। এদিন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জএর সরলা সুন্দরী হাইস্কুলের ৩৫ জন টিচিং ও নন টিচিং স্টাফ ৫০ হাজার টাকা দান করলেন মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে।
পাশাপাশি ৩২ জন অঙ্গনওয়ারি কর্মী মিলে ত্রান তহবলে ৭০ হাজার টাকা দান করলেন। এই দিন এই সব চেক কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক চন্দ্র পালে হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অনিন্দিতা ঘোষ সহ অন্যান্যরা।