
নজরে আসন্ন বিধানসভা ভোট | আর সেই কারণেই তিনদিনের জন্য গোয়া সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | তিনি জানিয়েছেন সামনেই অসম বিধানসভা নির্বাচন, আর তাতে তৃতীয় দফায় প্রার্থীর তালিকা নিয়ে আলোচনা করতেই গোয়া সফরে যাচ্ছেন তিনি | সেখানে তিনি খতিয়ে দেখবেন ভোটের প্রস্তুতি | তবে প্রজাতন্ত্র দিবসের দিনই রাজ্যে ফিরবেন তিনি |
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী