
চলতি সপ্তাহ থেকে উধাও শীত | কলকাতা সংলগ্ন এলাকায় কার্যত শীতের দেখা নেই | উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা | বিক্ষিপ্তভাবে কুয়াশার দাপট রয়েছে সকালেও রাতে | হালকা শীতের আমেজ থাকলেও পুনরায় শীত পড়ার কোন সম্ভাবনা নেই |
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী দুই থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়বে | আগামী সপ্তাহ পর্যন্ত উষ্ণতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে | তবে উপকূলের জেলাগুলিতে সামান্য কুয়াশার সম্ভাবনা রয়েছে | কলকাতায় দিনের বেলা শীতের আমেজ পাওয়া যাবে না | আজ সকালে ঘন কুয়াশা চাদরে ঢাকা ছিল কলকাতার সহ দক্ষিণবঙ্গ |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 19.8 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 59 শতাংশ |
More Stories
তাপদাহে পুড়ছে বাংলা, দিন বাড়ার সঙ্গে সঙ্গে চরম অস্বস্তিজনক আবহাওয়া
অক্ষয় তৃতীয়ায় দিঘার জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা, দ্বারোদঘাটন
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে