
স্বস্তি মিলেছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায়। তার একটা বড় কারণ অবশ্য ছিল করোনা পরীক্ষার হার কমে যাওয়া। বিগত কয়েকদিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামলে 500 নিচে | গত বেশ কিছু দিন ধরেই দেশজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তি স্বাস্থ্য মহলে | বর্তমানে পজিটিভিটি রেট দাঁড়িয়েছে 1.55 % |
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 397 জন | যা আগের তুলনায় অনেকটা কম | গত ২৪ ঘন্টার মোট মৃত্যুর সংখ্যা 1 | এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 5 লক্ষ 40 হাজার 513জন |
More Stories
এবারের বাজেট অধিবেশনে রয়েছে একাধিক চমক
বঙ্গ সফরে আসছেন অমিত শাহ
বাজেট অধিবেশনের সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু