April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

১০০টি শয্যাবিশিষ্ট ছাত্রী আবাসন তৈরীর সূচনা করলেন রাজ্যের সেচ ও উত্তবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

মালদাঃ- ১০০টি শয্যাবিশিষ্ট ছাত্রী আবাসন তৈরীর সূচনা করলেন রাজ্যের সেচ ও উত্তবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সর্বশিক্ষা মিশনের আর্থিক অনুদানে এই ছাত্রী আবাসন তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। এরজন্য বরাদ্দ হয়েছে এক কোটি ত্রিরিশ লক্ষ টাকা। মালদার বৈষ্ণবনগর বিধানসভার আকন্দবেরিয়া উচ্চ বিদ্যালয়ে এই ছাত্রী আবাসন তৈরী করা পরিকল্পনা করা হয়। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিউর রহমান জানান ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার এইটি স্কুল। ১৯৫০সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এই বছর মাধ্যমিকে এই স্কুলের ছাত্রী রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে নজির সৃষ্টি করেছে। স্কুলের ছাত্র ছাত্রীরা প্রতিদিন প্রতিকুল পরিবেশকে জয় করে স্কুলে পঠন পাঠনের জন্য আসে ১০। /১২ কিলোমিটির দূর থেকে। তাই ছাত্রী আবাসনের প্রয়োজনীয়তা হয়। রাজ্য সরকার এই ব্যবস্থা করায় উন্নত পঠন পাঠনের সুবিধা হবে ছাত্রী।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন একসময় কালিয়াচক দুষ্কৃতিদের স্বর্গরাজ্য ছিল। বর্তমানে পরিবর্তন হয়েছে পরিবেশের। এখন এই এলাকা থেকে ছাত্র ছাত্রীরা চিকিৎসক ,ইঞ্জিনিয়র সহ সমাজের বিভিন্ন পেশার প্রশিক্ষণ নিয়ে শিক্ষিত হচ্ছে। এলাকা দুর্নাম দুর করছে। ফলে এই বিদ্যালয়ে ছাত্রী আবাসনের ফলে ছাত্রীদের পড়াশোনার মান বাড়বে।