June 29, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র

আপাতত ভাল আছেন ধর্মেন্দ্র | সোমবার সকাল থেকে শোনা গিয়েছিল হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র | এর পরে জানা যায়, গুরুতর অসুস্থ সুপারস্টার | মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি | এই খবর শোনা মাত্রই মন খারাপ হয়ে যায় তার অনুরাগীদের |

তবে এবার ধর্মেন্দ্রর অসুস্থতা নিয়ে মুখ খুললেন ছোট ছেলে ববি দেওয়াল | তিনি জানিয়েছেন, আগে থেকে বেশ খানিকটা সুস্থ রয়েছেন ধর্মেন্দ্র |

কিছুদিন আগে করণ জোহরের ছবি “রকি ওর রানি কি প্রেম কাহিনী” ছবির জন্য শুটিং করছিলেন ধর্মেন্দ্র | ওই ছবিতে ধর্মেন্দ্রর পাশাপাশি দেখা যাবে যাচ্ছেন জয় বাচ্চান, রণবীর সিং, আলিয়া ভাট কেও | এরপরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি | সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আগের থেকে ভালো আছেন তিনি |