September 24, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

রেশন দুর্নীতির প্রতিবাদে অবস্থানে বিক্ষোভ বিজেপির তাপশিলি মোর্চার

নিজেস্ব প্রতিনিধি, কোচবিহার : রেশন দুর্নীতি নিয়ে এবার থালা হাতে সদর মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থানে বিক্ষোভে বসলো বিজেপির তাপশিলি মোর্চা।
তপশিলি মোর্চার জেলা সভাপতি জিতেন্দ্র নারায়ণ বলেন “বর্তমানে রাজ্য সরকারের রেশন ব্যবস্থা ব্যাপক দুর্নীতি চলছে এবং সেইসাথে বিভিন্ন জায়গায় চাল চুরির ঘটনা ঘটছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেইসাথে অসহায় মানুষদের খাদ্যের যোগান করতে হবে রাজ্য সরকারকে। যাতে সকল মানুষ অভুক্ত না থাকে”।

এবং রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি সাংসদ এবং কর্মীরা এান বিলি করতে গেলে তাদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তাদের ঘর বন্দী করে রাখা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা অবিলম্বে এই আচরণ বন্ধ করতে হবে রাজ্য সরকারকে। এবং ভিন রাজ্যে কয়েক হাজার শ্রমিক আটকে রয়েছে তাদের অবিলম্বে রাজ্যে ফেরাতে হবে।
এই দাবি নিয়েই অবস্থানে বসেছে তারা। যদি তাদের দাবি না মানা হয় ভবিষ্যতে এই আন্দোলন আরও বৃহত্তর ও আকার ধারণ করবে বলে জানান বিজেপির তপশিলি মোর্চার জেলা সভাপতি জিতেন্দ্র নারায়ন।