September 20, 2021

TV Bangla New Agency

Just another WordPress site

রেল লাইনে কাজ করতে গিয়ে ধ্বস নেমে মৃত দুই আহত 5

সেবকের রংপো রেলপথে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের ভালুখোলাতে। জানা গিয়েছে, সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন পাতার কাজ চলছে। গতকাল রাতে রংপোর কাছে ভালুখোলায় কাজ করছিলেন ৭ জন শ্রমিক। লাগাতার বৃষ্টির জেরে আচমকাই টানেলে ধস নামে। যার জেরে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়, আহত হন ৫ শ্রমিক। মৃতদের নাম সালকু মুর্মু ও নরেশ সোরেন। দু’জনই ঝাড়খণ্ডের বাসিন্দা। আহতরা হলেন সুফল হেমব্রম, সুকেশ্বর সিং, অশোক সিং, কুন্দন সিং। আহতরা ঝাড়খণ্ড, বিহারের ছাপড়ার বাসিন্দা।

তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ওই দু’জনকে চিকিৎসার জন্য শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।