April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন চালু করল লালবাজার

দেশে ক্রমশ বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ মারন ভাইরাসের গ্রাসে গৃহবন্দি দেশবাসী,কিন্তু এই পরিস্থিতিতে দেশবাসীকে সুস্থ রাখতে এবং করোনা মোকাবিলায় প্রতিক্ষণে লড়াই চালিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও পুলিশকর্মীরা৷করোনার ভয়ে কম্পিত গোটা দেশবাসী৷ কিন্তু করোনা ভাইরাসের থাবাকে উপেক্ষা করে দেশবাসীকে রক্ষার্থে ডিউটি পালন করে চলেছেন পুলিশ কর্মীরা৷
রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন চালু করল লালবাজার। লকডাউন পরিস্থিতিতে মানুষকে নিয়ন্ত্রণে আনতে সবথেকে বেশি বাইরে বেরোচ্ছে পুলিশ। কিন্তু অনেকক্ষেত্রেই দেখ যাচ্ছে তাঁরা খাবার পাচ্ছেন না। লকডাউনের কারনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থকলেও, বন্ধ হোটেল কিংবা রাস্তার খবরের দোকান। পুলিশ কর্মীদর্র খাবারের সমস্যা দূর করতে লালবাজারের এই বিশেষ উদ্যোগ।লালবাজার সূত্রে খবর, গতকাল এই “মোবাইল ক্যান্টিনে”র সূচনা করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। আজ থেকেই শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই মোবাইল ক্যান্টিন। কেক, চা, পকডা, ফিশ কাটলেট শ আরও বেশকিছু ধরনের খাবার পাওয়া যাচ্ছে এই ক্যান্টিনে।