December 4, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী পুজোর গান

পূজো আসতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন | পুজোর আগে লাল পাড় সাদা শাড়ি সোনার গয়নায় সেজে উঠেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী | সংসদ তথা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া এই পোস্ট ভাইরাল হয়েছে ইতিমধ্যেই | কারণ সকলে সেই ভিডিও ক্লিক করে গান শুনতে গিয়ে হতাশ হয়েছিলেন অনুরাগীরা | কোন শব্দ সেখানে শোনা যায়নি | কোন শব্দ ছাড়া মিমিকে শুধু মুখ নাড়তে দেখে না হেসে পারিনি নেট নাগরিকরা |

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে মিমির পুজোর গান | গানটির নাম “আমাদের পুজোর গান” | গানটি গেয়েছেন মিমি চক্রবর্তী নিজেই | বোনেদি বাড়ির দুর্গাপূজার প্রেক্ষাপটে তৈরি এই ভিডিও | সেখানে মিমিকে প্রথমে দেখা গেছে লেহেঙ্গাতে | সবশেষে দেখা গেছে লাল পাড় সাদা শাড়ি এবং সোনার গয়নায় সেজে ঢাক বাজাতে বাজাতে গান গাইছেন তিনি |