April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

মাস্ক-স্যানিটাইজার ও নিরাপত্তার দাবিতে বেলেঘাটা আইডিতে নার্সদের বিক্ষোভ-ঘেরাও

করোনার আতঙ্কের মধ্যে কাজ বন্ধ করে বেলেঘাটা আইডিতে নার্সদের বিক্ষোভ করেন সুপার ও প্রিন্সিপ্যালের ঘরের সামনে বসে। তাদের অভিযোগ, তাদের মাস্ক,স্যানিটাইজার,ও যথাযথ পোশাক চাই। আর এই দাবিই তুলে সুপার ও প্রিন্সিপ্যালের ঘরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান নার্স এবং চতুর্থ শ্রেণীর কর্মীরা। এরসাথে তাদের আরো দাবি নোভেল করোনা আক্রান্ত ও সন্দেহভাজনদের ওয়ার্ডে যাওয়ার জন্য বিশেষ পোশাকের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয় আরো অভিযোগ, তাদের হাসপাতাল থেকে বাড়ি ফেরার কোনও বন্দোবস্ত নেই। এছাড়া হাসপাতালেও খাবার নেই। নেই ক্যান্টিন ও যথাযথ জলের ব্যবস্থাও । তার উপর যেখানে প্রাণের সংশয় নিয়ে তাঁরা কাজ করছেন, সেখানে প্রয়োজনীয় নিরাপদ সরঞ্জাম নেই।

আবার অন্যদিকে তারা বেলেঘাটা আইডিতে কাজ করেন জানার পরই তাদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ। ফলে তাদের এই সমস্ত সমস্যার যাতে কোন সুরাহা করেন হাসপাতাল কৃর্তপক্ষ,সেই উদ্দ্যেশে এদিন বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীরা হাসপাতালের সুপার এবং প্রিন্সিপ্যালের ঘরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান।