March 30, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

ভারতে এবার এক চিকিৎসক করোনার বলি, মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান

দেশজুড়ে একের পর স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। তার মাঝেই ভারতে প্রথম করোনায় আক্রান্ত হয়ে এবার এক চিকিৎসকের মৃত্যু হল। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ৬২ বছরের ওই চিকিৎসকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। তার আগে বুধবার রিপোর্ট আসার পর জানা যায় ওই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

জানা গিয়েছে, ইন্দোরে ওই চিকিৎসকের দুটি চেম্বার ছিল। সেখানে তিনি রোগী দেখতেন। সপ্তাহ কয়েক আগে এক করোনা আক্রান্তের পরিবারের সদস্যরা ওই চিকিৎসকের কাছে এসেছিলেন। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পরে জানা যায়, তিনি করোনা আক্রান্ত। এর খুব অল্প সময়ের মধ্যে তাঁর মৃত্যু হয়। ইন্দোরের মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের তরফে রাহুল রোকরে জানান, দিন কয়েক আগে এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাঁকে সিএইচএল হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।