
ব্রাউন সুগার সহ এক যুবককে হাতে নাতে গ্রেপ্তার করলো পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার কুসকারি এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম মানুষ ঘোষ (২৭) বাড়ি হরিরামপুর এলাকায়। রবিবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে বাসস্ট্যান্ড কুসকারি এলাকা থেকে ওই যুবককে ১২গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করেন বংশিহারী থানার পুলিশ, যার মূল্য প্রায় ২০ হাজার টাকা। সোমবার নির্দিষ্ট ধারা দিয়ে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে মহকুমা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বংশিহারি থানা পুলিশ।
More Stories
বর্ষা দেরিতে আ সায় য় বৃষ্টির ঘাটতি চলতি মাসে
বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
গরু পাচার মামলায় ইডির জেরার মুখে দেব