April 25, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বেপরোয়া গতির এক লরির ধাক্কায় মৃত্যু এক মহিলা সহ ৪ জনের


নিজেস্ব প্রতিনিধি, বেপরোয়া গতির এক লড়ির ধাক্কায় ঘটনাস্থলেই এক মহিলা সহ মৃত্যু হল ৪ জনের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বেকিডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইটাহার থানার পুলিশ। ঘাতক লড়িটিকে আটক করলেও লড়ির চালক পলাতক। এই পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন ৩৪ নম্বর জাতীয় সড়ক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে। মৃতরা হলেন, গোরাচাঁদ বর্মন, পিন্টু বর্মন, লক্ষী বর্মন, পটল বর্মন। মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনভর দিনমজুরি ও লেবারের কাজ সেরে সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেড়িয়ে ফোর লেন জাতীয় সড়কের ম ডিভাইডারের মাঝখানে বসে গল্পগুজব করছিলেন ইটাহারের পাহারাজপুরের চারজন বাসিন্দা। আচমকাই রায়গঞ্জ-ইটাহারগামী একটি লড়ি বেপরোয়া গতিতে এসে রোড ডিভাইডারের মাঝখানে থাকা চারজনকেই পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা সহ ৪ জনের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা মৃতদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা করার দাবি তোলেন। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।