
মালদা-বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যবসায়ীর। রাস্তায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশের গাড়ির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে বলে পরিবারের লোকেরা অভিযোগ করেছেন। মৃতের নাম রানাউল শেখ(৫০)। ইংলিশবাজার থানার নরেন্দ্রপুরে বাড়ি তাঁর। তিনি পুকুরের ব্যবসা করেন। শুক্রবার সন্ধের দিকে সুস্থানিমোড় থেকে নিজের পুকুর থেকে বাড়ি ফিরছিলেন। সুস্থানি ও কাঞ্চনটার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাস্তার ধারে বাংলাদেশের গাড়ি সারি সারি দাঁড় করানোর ফলে সঙ্কুচিত রাস্তায় অন্য গাড়ি তাঁকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা মারে। গাড়ি থেকে ছিটকে পড়ে জখম হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
More Stories
বর্ষা দেরিতে আ সায় য় বৃষ্টির ঘাটতি চলতি মাসে
বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
গরু পাচার মামলায় ইডির জেরার মুখে দেব