April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

বাড়ল লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম


লকডাউনের জেরে ব্যাপকভাবে আয় কমে গিয়েছে সরকারের। ফলে এবার সেই ঘাটতি মেটাতে জ্বালানির ওপর বাড়ানো হল অন্তঃশুল্ক। পেট্রোলের দাম লিটার প্রতি ১০ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১৩ টাকা করে অন্তঃশুল্ক বাড়ানো হলো। মঙ্গলবার মধ্যরাতে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর করা হয় নতুন এই অন্তঃশুল্ক।

গোটা বিশ্বে করোনা ভাইরাসের থাবায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ যথেষ্ট পরিমাণে বেড়ে গিয়েছে। কিন্তু সেই তুলনায় কমে গিয়েছে বিক্রি। এরফলে সোমবার সৌদি আরব ও রাশিয়ার রেষারেষির জেরে একধাক্কায় নেমে গিয়েছে অপরিশোধিত তেলের দাম। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে সঙ্গতি রেখেই আমাদের দেশে পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারিত হয়। অতএব আন্তর্জাতিক বাজারে এই দুই জ্বালানির দাম কমলে তা আমাদের দেশে সস্তা হবে বলে মনে করছেন অনেকে। কিন্তু সরকারের আয় কমে যাওয়ায় সেই ঘাটতি পূরণ করতেই ক্রেতাদের উপর বাড়ানো হলো অন্তঃশুল্ক। এরফলে পেট্রল ও ডিজেল থেকে ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হবে সরকারের। সূএের খবর, কেন্দ্রের দাবি, এর ফলে খোলা বাজারে জ্বালানির দামে কোনও প্রভাব পড়বে না।