June 30, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

বলিউডের সিরিজে অভিনয়ের সুযোগ পেলেন যীশু সেনগুপ্ত

এবার বলিউডের এক সিরিজে অভিনয়ের সুযোগ পেলেন যীশু সেনগুপ্ত | যিশু সেনগুপ্তর বিপরীতে থাকছেন কারিশমা কাপুর | টলিউডের হ্যান্ডসাম অভিনেতা হলেন যীশু সেনগুপ্ত |

যীশু সেনগুপ্ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনুরাগীদের সুখবর জানালেন অভিনেতা | তিনি জানালেন সিরিজের প্রথম দিনের শুটিং শেষ হলো | বলিউড পরিচালক অভিনয় দেও পরিচালিত ‘ব্রাউন’ সিরিজে দেখা যাবে যীশু সেনগুপ্ত কে | তবে শুধু কারিশমা কাপুর নন রয়েছেন সিরিজে অভিনয় করতে দেখা যাবে বর্ষিয়ান অভিনেত্রী হেলেন ও সোনি রাজদানকেও |