June 25, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

বডি শেমিং এর প্রতিবাদে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

যেভাবে রোজ বডি শেমিং এর শিকার হন মহিলারা | তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী | ‘ফাটাফাটি’ ছবির শুটিং শুরুর প্রথম দিন থেকেই উচ্ছ্বাসিত ছিলেন অভিনেত্রী | সোশ্যাল মিডিয়ায় বারবার বডি শেমিং নিয়ে প্রতিবাদ করেছেন অভিনেত্রী |

এবার ছবির শুটিং শেষ করলেন ঋতাভরী | এরপরই অভিনেতা আবীর চট্টোপাধ্যায় এর সঙ্গে ছবি পোস্ট করে, ‘ফাটাফাটি’ ছবির শুটিং ফ্লোর থেকেই আবেগঘন পোস্ট শেয়ার করলেন তিনি | সেখানে তিনি লিখলেন, “শেষমেশ শুটিং শেষ | আমি আমার ক্যারিয়ারের সবচেয়ে সাহসী ছবির শুটিং শেষ করলাম | ফাটাফাটি ছবির এই জার্নিটা আমার কাছে এই ছবির শুটিংয়ের থেকে অনেক বেশি | এই ছবির গল্প আমি আমার নিজের জীবনের উপলব্ধি করেছি” |