
প্রকাশ্যে এল অভিষেক বচ্চন এর নতুন ছবির ট্রেলার | আর তা দেখে উৎসাহিত অমিতাভ বচ্চন | এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানান, তার প্রতিভা ও দক্ষতার যোগ্য উত্তরাধিকার পেয়েছেন তার ছেলে |
অভিষেক বচ্চন অভিনীত ছবি দশভী-র ট্রেলার গত বুধবার মুক্তি পেয়েছে | অভিষেক বচ্চন অভিনীত নতুন ছবির ট্রেলার দেখে খুশি বাবা অমিতাভ বচ্চন | ছবির ট্রেলার শেয়ার করে তিনি অভিষেক বচ্চনের প্রশংসা করেন | তিনি লিখলেন, “আমার ছেলে, ছেলে বলেই আমার উত্তরাধিকারী হবেনা | যে আমার উত্তরাধিকারী হবে, সেই আমার ছেলে |” এরপরে তিনি লিখেছেন, “অভিষেক তুমি আমার উত্তরাধিকারী জানিয়ে দিলাম” | অমিতাভ বচ্চনের এই টুইটে খুশি অভিষেকও |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’