April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

পাইকারি সবজির সরবরাহ যাতে কোনো অবস্থাতেই খামতি না হয় তা নিয়ে হল বৈঠক

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ লকডাউন পরিস্থিতিতে পাইকারি সবজির সরবরাহ যাতে কোনো অবস্থাতেই খামতি না হয় তার জন্য মালদা জেলা প্রশাসনের নির্দেশ মত মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি কর্তৃপক্ষের সাথে বৈঠক করলো ইংলিশ বাজার ভেজিটেবিল প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের সদস্যরা। উপস্থিত ছিলেন শিল্প উদ্যোগী তথা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, ইংলিশ বাজার ভেজিটেবিল প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশনের সভাপতি ধনঞ্জয় মন্ডল, সম্পাদক তরুণ সাহা সহ অন্যান্যরা। এই বিষয়ে উজ্জল সাহা জানান, “লকডাউন পরিস্থিতিতে পাইকারি সবজির সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা নিয়ে সোমবারের এই আলোচনা সভা। ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সবজি কিনে যাতে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতিতে বিক্রি করতে পারে সেই ক্ষেত্রে যাতে তাদের কোন অসুবিধা না হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তার পাশাপাশি কৃষকদের কাছ থেকে সবজি কিনে নিয়ে আসার সময় রাস্তায় তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য অনুমতি পত্র দেওয়া হবে ব্যবসায়ীদের বলেও জানান উজ্জ্বল বাবু।