
আজ অর্থাৎ শনিবার 74 তম সেনা দিবস পালিত হয় দেশজুড়ে | সেই উপলক্ষে রাজস্থান ভারত সীমান্ত লাগোয়া গ্রামে প্রদর্শিত হয় খাদি কাপড়ের তৈরি পৃথিবীর বৃহত্তম পতাকা | বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা প্রদর্শিত হয় এদিন |
গত বছর গান্ধী জয়ন্তীতে প্রথমবার জাতীয় পতাকা প্রদর্শিত হয়েছে | এরপর 8 ই অক্টোবর বায়ু সেনা দিবস উপলক্ষে এবং একুশে অক্টোবর টিকাকরণের গণ্ডি 1 কোটি পার করেছিল ভারত সেই উপলক্ষে দেখানো হয়েছিল এই পতাকা | এই নিয়ে দেশে পঞ্চম বার এই পতাকা প্রদর্শন করা হয় এদিন |
More Stories
গতকালকের তুলনায় ঊর্ধ্বমুখী আজকের আক্রান্তের সংখ্যা
15 হাজারের গণ্ডি পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা
আসামের বন্যা কবলিত দের জন্য জিওর আনলিমিটেড প্ল্যান