
সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | তিনি লিখলেন, “সাধারণতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা সকলকে | এবারে এই দিন তাৎপর্য অনেক বেশি | কারণ আজাদীকে অমৃত উৎসবের পালন করছে গোটা দেশ | স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন সার্থক করতে আমরা সকলে এগিয়ে যাব | এই কামনা করি” |
অর্থাৎ দেশবাসীকে 74 তম সাধারণ দিবসের শুভেচ্ছা জানিয়ে একজোট হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি । এই প্রথমবার কর্তব্যের পথে আয়োজিত হবে সাধারণতন্ত্রের দিবস | প্রসঙ্গত ৭৪তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা আল সিসি |
More Stories
জিওর নয়া সংযোজন
রিলায়েন্স নিয়ে এলো জনপ্রিয় ফ্যাশন ফ্যাক্টরি
রথযাত্রার উপলক্ষে পুরী জেলা প্রশাসনের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় রিলায়েন্স