October 26, 2021

TV Bangla New Agency

Just another WordPress site

জ্যোতিরাদিত্যের শপথ গ্রহনে থাকতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বৃহস্পতিবারই বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। দিল্লিতে বিজেপির সদর দফতরে বৃহস্পতিবার হয় মেগা দলবদল। তবে সেই অনুষ্ঠানে থাকতে পারছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের অনুষ্ঠানে থাকার কথা ছিল তার, কিন্তু একদম শেষ মুহূর্তে জানা গিয়েছে তিনি থাকতে পারছেন না এই অনুষ্ঠানে। সূত্রের খবর, জরুরি কাজে দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছেও গিয়েছেন তিনি। তবে, জ্যোতিরাদিত্যের বিজেপিতে যোগদানের সময় হঠাৎ কেন সেখানে সূচিতে বদল ঘটে, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।