April 19, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকে পর্যটনমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাবেই পরিযায়ী শ্রমিকরা এভাবে করোনায় আক্রান্ত হচ্ছেন। এর দায় কেন্দ্রীয় সরকরকেই নিতে হবে। জলপাইগুড়ি‌র সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে‌র পর একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ‍্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। মন্ত্রী বলেন, মাত্র চার ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়ে লকডাউন না করে যদি পাঁচ‌-সাতদিন সময় নিয়ে লকডাউন করা হত তাহলে অন্তত আশি শতাংশ পরিযায়ী শ্রমিক সংক্রমিত না হয়েই নিজেদের বাড়িতে ফিরে আসতে পারত। এমনটা হলে দেশজুড়ে করোনা এতটা ভয়াবহ আকার ধারণ করত না। শুধু পরিযায়ী শ্রমিকই নয়, অনেকে চিকিৎসা‌র জন্য বাইরে গিয়েছিলেন। কেউ কেউ ঘুরতে গিয়েছিলেন। অনেকে আবার পড়াশোনার জন্য ভিন রাজ‍্যে গিয়ে আটকে পড়েছিলেন। বলেন, পরিযায়ী শ্রমিক সহ যারা বাইরে ছিলেন লকডাউনের মধ্য দিয়ে তাদের সঙ্গে অমানবিক আচড়ণ করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন
রাজ‍্যে তাদের থাকতে দেওয়া হচ্ছিল না দেখে অনেকেই হেঁটে বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। ওইসময় অনেকেই দুর্ঘটনা‌য় মারা গিয়ে‌ছেন। পরবর্তীতে অন্তত আশি জন ট্রেনের মধ্যেই মারা গিয়েছে‌ন। এই সমস্ত বিষয়গুলো‌র জন্য কেন্দ্রীয় সরকার‌কেই দায়ী করেন মন্ত্রী গৌতম দেব।