
জমিতে কাজ করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ তারের বিপত্তি।তারের সংস্পর্শে গাছ আসায় বিদুৎপৃষ্ঠ হয়ে আহত তিন।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতাগ্রাম এলাকায়।ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে জমিতে কাজ করার সময় আচমকাই হাই ভোল্টেজ বিদ্যুৎতের তারের সংস্পর্শে একটি গাছ লেগে গেলে বিপত্তি ঘটে।গাছের নীচে কাজ করার সময় আচমকাই বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।পাশাপাশি বিদ্যুৎতের আগুন দুই তিন জনের শরীরের পড়লে গুরুতর আহত হয় তিন মহিলা।স্থানীয়রা তাদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।গুরুতর আহত এক মহিলার ছেলের অভিযোগ এর আগেও এই ঘটনা ঘটেছে।একাধিক বার বিষয়টি জানানো হলেও টাওয়ার কোম্পানী থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।এদিন সকালে জমিতে মা সহ আরো কয়েকজন মিলে কাজ করার সময় দুর্ঘটনা ঘটে।সেখানে মা সহ আরও দুইজন গুরুতর ভাবে আহত হয়।টাওয়ার কোম্পানীকে এর আগেও বলা হয়েছিল আমাদের ক্ষতিপূরণ দিয়ে বাড়িঘর সরানোর ব্যবস্থা করুন।কিন্তু টাওয়ার কোম্পানী আমাদের কথার কোন গুরুত্ব দেয়নি জন্যই দুর্ঘটনা ঘটেছে।
More Stories
জোড়াফলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভাসছে বাংলা
তাপমাত্রা নামলেও পথে বেরতে গিয়ে নাজেহাল হচ্ছে আমজনতা
প্রতি বছরের মতো এবারও জনযন্ত্রণায় ঘাটালবাসী