June 28, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

চলছে বিয়ের জোর প্রস্তুতি

অবশেষে জল্পনার সত্যি করে আগামী 17 এপ্রিল সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট | রণবীর কাপুরের পৈতৃক বাড়িতেই বসবে রনবীরের বিয়ের আসর |

বিয়েতে কি পড়বে থেকে শুরু করে কোথায় হানিমুনে যাচ্ছেন এই জনপ্রিয় জুটি তা নিয়ে নেটদুনিয়ায় চলছে জল্পনা | এরইমধ্যে ফাঁস হয়ে গিয়েছে রণবীর-আলিয়ার বিয়ের অতিথি তালিকা | মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক এই বিয়েতে সাজবেন বলিউডের এই জুটি | আর মধুচন্দ্রিমার নাকি উড়ে যেতে পারেন দক্ষিণ আফ্রিকা | তবে এ নিয়ে মুখ খোলেননি রণবীর-আলিয়া কেউই |