
পাঁচলার অশান্তিপূর্ণ এলাকায় যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতু পার করতেই সুকান্ত মজুমদার কে গ্রেফতার করল পুলিশ |
রাজারহাট থেকে বের হতেই সুকান্ত মজুমদার এর কনভয়কে নজরে রাখে পুলিশের বিশেষ বাহিনী | এরপর বহু চেষ্টার পর অবশেষে পুলিশ গ্রেপ্তার করে সুকান্ত মজুমদারকে |
হাওড়ার বিভিন্ন এলাকায় 144 ধারা জারি রয়েছে | তবে সেইসব জায়গায় যাতে সুকান্ত মজুমদার না যান তা বারবার বলা হচ্ছিল | বিধাননগর পুলিশ কমিশনারের পুলিশের তরফে | তবে এরই মধ্যে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন বিজেপির রাজ্য সভাপতি | তখনই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় |
More Stories
বর্ষা দেরিতে আ সায় য় বৃষ্টির ঘাটতি চলতি মাসে
বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যানের পদ ছাড়লেন মুকুল রায়
গরু পাচার মামলায় ইডির জেরার মুখে দেব