April 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

‘কোনও শ্রমিকের খাদ্যাভাব হলেই দিল্লি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন’ জানালেন, অরবিন্দ কেজরিবাল

যমুনার ব্রিজের তলায় রাত কাটানো শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা হবে, জানালেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। বৃহস্পতিবার টুইট করে নিজেই একথা জানান তিনি। তিনি বলেন,” কোনও শ্রমিকের খাদ্যাভাব হলেই দিল্লি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। তাঁদের ব্যবস্থা করা হবে। গরিবদের খবর তুলে ধরার জন্য তিনি সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান।” সূত্রের খবর, এতদিন এক স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে বাস করছেন অসংখ্য শ্রমিক। মাথার উপর ছাদ বলতে উড়ালপুলের ছায়া। আর খাবার বলতে স্থানীয় লঙ্গরের দৌলতে মিলছিল খাবার। তাও দুবেলা দুমুঠো জোটে না। লকডাউনের পর পর প্রথমে ২ দিন তাঁদের খাবারও জোটেনি বলে জানালেন এমনই এক শ্রমিক। পানীয় জল বলতে ছিল যমুনার অপরিস্কার জল। তাঁদের খবর সংবাদ মাধ্যমের দ্বারা পৌঁছাতেই পাশে থাকার কথা জানিয়েছেন দিল্লী সরকার। উল্লেখ্য, লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সংক্রান্ত কাজ। ফলে সেখানে তাঁদের থাকার ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গিয়েছে রান্না-খাওয়ার ব্যবস্থাও। অন্যদিকে নির্মাণ সংস্থার থেকে টাকা পাওয়া বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে শ্রমিকদের মজুরিও।