April 20, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

করোনা মোকাবিলায় ট্রেনের বগি কেই আইসোলেশন সেন্টার তৈরির সিদ্ধান্ত

দিন দিন করোনা সংক্রমণ যে হারে বেড়ে চলেছে তাতে এবার সমস্যা দেখা দিচ্ছে আইসোলেশন সেন্টারের। আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অভাব দেখা দিচ্ছে পর্যাপ্ত আইসোলেশনের৷ এদিকে আগামী 14 এপ্রিল পর্যন্ত জারি করা হয়েছে গোটা দেশে তারচেয়ে বন্ধ ট্রেন চলাচল৷পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের যানবাহন পরিষেবাও৷ এই পরিস্থিতিতে ট্রেনের বগিকেই আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ কেবিন বানিয়ে স্বাস্থ্য পরিষেবার কথা আগেই ভেবেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷এবার ভাবনা অনুযায়ী ট্রেনের কোচে তৈরি হয়ে গিয়েছে আইসোলেশন ওয়ার্ড। সূত্রের খবর রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়ে ক্যাবিনেট সচিব বলেছেন, কোভিড-19 এর জন্য বেশ কিছু হাসপাতাল তৈরি রাখতে৷ সেই কারণেই গ্রামাঞ্চলে যেখানে স্বাস্থ্য পরিকাঠামো সুদৃঢ় নয়, সেইসব অঞ্চলে এইভাবে আইসোলেশন বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ তবে ট্রেনের বগিতে আইসোলেশন তৈরীর পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকার ব্যবস্থা করতে চায় রেল৷যদিও এব্যাপারে প্রথম উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রেলএমনটাই জানা গিয়েছে৷রেলের কোচ কোথায় রাখা হবে এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে কিনা সে বিষয় নিয়ে আলোচনা চলছে এই মুহুর্তে।সূত্রের খবর এখনো পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী কুড়ি হাজার কোচকে এইভাবে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়ে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে৷