
ফের করোনার থাবা টলিউডে | করোনা আক্রান্ত অভিনেতা ভিক্টর ব্যানার্জি | নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা | 75 বছর বয়সী এই অভিনেতা এমনিতে মুসৌরিতে থাকেন | কিন্তু বর্তমানে তিনি কলকাতার বাড়িতে রয়েছেন | এদিন সকাল 11 টা নাগাদ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার | সেখানেই তিনি নিজের পজিটিভ হওয়ার কথা জানান |
More Stories
মা ও সন্তানের সম্পর্কের কথা বলবে অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’
ফের ভ্যাকেশন মুডে রাজ-শুভশ্রী
ফের বিতর্কে অক্ষয় কুমারের ‘কেশরী চ্যাপ্টার ২’