August 14, 2022

TV Bangla New Agency

Just another WordPress site

করোনায় আক্রান্ত বলিউডের জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার


ফের করোনার থাবা বলিউডে। গায়িকা কনিকা কাপুরের পর এবার করোনা আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কিরণ কুমার। ৯০ এর দশকে একাধিক ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ৭৪ বছর বয়সী এই অভিনেতা করোনা আক্রান্ত হন বলে জানা গিয়েছে।

তিনি রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তার লালা রসের পরীক্ষা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে। কিন্তু তার শরীরে ছিল না কোনও করোনার উপসর্গ। তবে করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসার পর থেকেই তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। নিজের বাড়ির তিনতলায় রয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা কিরণ কুমার। তিনি জানিয়েছেন যে নিয়ম মেনে কোয়ারেন্টাইনে থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। গত ১০ দিন ধরে তিনি তার বাড়ির তিন তলাতে একাই থাকছেন। এবং পরিবারের বাকি সদস্যরা থাকছে দোতলায়। সেলফ আইসোলেশনে থাকাকালীন তিনি নিজের যাবতীয় কাজ নিজেই করছেন। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন দুনিয়াতেও সমান জনপ্রিয় তিনি।